বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কেএনএফ ইউপিডিএফ গোলাগুলি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমায় পাহাড়ের দুই সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) মধ্যে সোমবার গভীর রাত থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এতে হতাহতের কোনো তথ্য জানা যায়নি। স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলার মুলপি পাড়ায় সোমবার গভীর রাতে গোলাগুলির শব্দ শোনা যায়। গতকাল ভোর থেকে আবারও গোলাগুলি শুরু হয়। দুপুর পর্যন্ত থেমে থেমে তা চলে।

রুমা থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে এ তথ্য জানতে পেরেছি। তবে কাদের মধ্যে গোলাগুলি চলেছে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রুমা উপজেলা সদর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে পাইন্দু ইউনিয়নের মুলপি পাড়ায় মারমা ও বম সম্প্রদায় বসবাস করে। গত কয়েকদিনে তাদের প্রায় সবাই গ্রাম ছেড়ে বিভিন্ন এলাকায় আশ্রয় নেওয়ার পর কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সামরিক শাখা কুকিচিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সশস্ত্র সদস্যরা সেখানে ক্যাম্প গড়ে তোলে। অন্যদিকে ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপের সশস্ত্র সদস্যরা রোয়াংছড়ি উপজেলার শুক্রমণি পাড়ায় ক্যাম্প গড়ে তোলে সামরিক মহড়া চালাতে থাকে। এ অবস্থায় উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছিল স্থানীয়রা।

গত ২০ এপ্রিল মুলপি পাড়ার লোকজন পাড়া ছেড়ে নিরাপদ স্থানে সরে যায়। পাড়ার বম সম্প্রদায় আশ্রয় নিয়েছে আশপাশের বম পাড়ায়। এ পাড়ার ৪৯টি মারমা পরিবারের ২৩৬ জন পাড়া ছেড়ে আশ্রয় নিয়েছে রুমা উপজেলা সদরের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে। খামতাং পাড়ার খেয়াংরা গ্রাম ছেড়ে আশ্রয় নিয়েছে রোয়াংছড়ি উপজেলা সদরে। পাইংক্ষ্যং পাড়ার বমরা চলে যায় রুমা বম কমিউনিটি সেন্টারে।

সর্বশেষ খবর