বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভারতে মাওবাদীদের হামলায় ১০ পুলিশসহ নিহত ১১

প্রতিদিন ডেস্ক

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) হামলায় গতকাল ১০ পুলিশ সদস্য এবং তাদের চালক নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা মাওবাদবিরোধী অভিযান থেকে ফিরে আসার পথে এই হামলার কবলে পড়েন। সূত্র : এনডিটিভি

ছত্তিশগড়ের পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মাওবাদবিরোধী একটি অভিযানের পর মিনি-ট্রাকে করে ফিরছিল রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্যরা। আরনপুর থানা এলাকায় এলে তাদের লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। এলাকাটি ছত্তিশগড়ের রাজধানী থেকে ৪৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। খবরে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হামলার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। খবরে উল্লেখ করা হয়েছে, মাওবাদীরা নকশাল নামেও পরিচিত। তারা সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে গত ছয় দশক ধরে শত শত মানুষকে হত্যা করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, তারা দরিদ্রদের পক্ষে লড়াই করছে। ১৯৬৭ সাল থেকে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দেওয়া এই দলটি মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ ভূমির ওপর তাদের নিয়ন্ত্রণ জোরদার করে চলেছে।

সর্বশেষ খবর