সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

জ্যোতি বসুর পৈতৃক বাড়ি এখন পর্যটন কেন্দ্র

সোনারগাঁ প্রতিনিধি

জ্যোতি বসুর পৈতৃক বাড়ি এখন পর্যটন কেন্দ্র

ইতিহাসের এক মহানায়কের নাম কমরেড জ্যোতি বসু। বাংলাদেশের প্রতি যার অকৃত্রিম ভালোবাসা ও দুর্বলতা ছিল সব সময়। এ কিংবদন্তির শৈশব কেটেছে বাংলাদেশে। তার পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে। সম্প্রতি জ্যোতি বসুর পৈতৃক বাড়িটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে সরকার।

১৯১৪ সালের ৮ জুলাই কলকাতায় জন্ম নেন জ্যোতি বসু। শৈশবে সোনারগাঁয়ে অনেক দিন কাটিয়েছেন তিনি। ১৯৮৭ সালের ৩০ জানুয়ারি এবং সর্বশেষ ১৯৯৭ সালের ১১ নভেম্বর পৈতৃক বাড়িতে এসেছিলেন। তার ডাকনাম ছিল  গনা। পিতা নিশিকান্ত ছিলেন প্রথিতযশা ডাক্তার। মা হেমলতা গৃহবধূ। ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন জ্যোতি বসুর বাড়িতে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। ২০২০ সালের জানুয়ারিতে শুরু হয় পর্যটন কেন্দ্রের নির্মাণকাজ এবং শেষ হয় ২০২২ সালে। ২০১০ সালে জ্যোতি বসুর মৃত্যুর পর তার স্মৃতি ধরে রাখতে পৈতৃক বাড়ি সোনারগাঁওয়ের বারদীতে গ্রন্থাগার করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১১ সালের ৪ আগস্ট নারায়ণগঞ্জ জেলা পরিষদ ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে গ্রন্থাগারের নির্মাণকাজ শুরু করে। যার প্রথম তলায় রয়েছে পাঠাগার কক্ষ, মহাফেজখানা ও গৌচাগার। দ্বিতীয় তলায় জাদুঘর ও সেমিনার হল। ২০১৩ সালের ১৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতি বসু স্মৃতি পাঠাগার ও জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জ্যোতি বসুর পৈতৃক বাড়িটি দুই একর চার শতক জমির ওপর। এখানে রয়েছে ৮৮ বছরের পুরনো একটি দ্বিতল ভবন। বাড়িতে একটি পুকুর ও একটি কুয়া রয়েছে। বাংলা ১৩২৯ সনের ১৩ অগ্রহায়ণ পাচু ওস্তাগারের মাধ্যমে নির্মাণ করা হয় বাড়িটি। ভবনের নিচতলায় রয়েছে দুটি শয়নকক্ষ ও একটি বৈঠকখানা। দ্বিতীয় তলায়ও আছে দুটি শয়নকক্ষ। রয়েছে একটি ব্যালকনি। বাড়িটির দেখাশোনার জন্য পরিবারের পক্ষ থেকে ফকির মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়। সোনারগাঁর বারদীর চৌধুরীপাড়ায় পর্যটন কেন্দ্রে এসে জ্যোতি বসু সম্পর্কে জানা যাবে। এখানে পর্যটকদের জন্য থাকছে সব সুযোগ-সুবিধা। ভ্রমণপিপাসুদের জন্য পর্যটন কেন্দ্রে দোতলা একটি ভবন নির্মাণ করা হয়েছে। এ ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে রাত্রিযাপনের জন্য। এ ছাড়া একটি রেস্তোরাঁ, একটি স্যুভেনিয়র শপ, নারী-পুরুষের জন্য আলাদা ওয়াশরুম, একটি পিকনিক শেড ও কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।

সর্বশেষ খবর