মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

বান্দরবানে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একটি পাহাড় থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে তিনটি লাশ পড়ে থাকার খবর পেয়ে গতকাল বিকালে উপজেলার পাইংক্ষ্যং পাড়া এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

রোয়াংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশগুলো বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তবে তিনি তাদের কারোর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে দুটি বিবদমান সশস্ত্র গ্রুপ ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এবং ‘ইউনাইটেড পিপলস

ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’ এর মধ্যে সকাল থেকে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। দুপুরের দিকে তিনজনের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে নিয়ে যায়।

বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের নাম, পরিচয় সম্পর্কে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।

পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর