বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের গাড়িবহরে বন্দুক হামলা নিহত ৪

প্রতিদিন ডেস্ক

পূর্ব আফ্রিকার দেশ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িবহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন দূতাবাসের কর্মী ও দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে অপহরণ করে নিয়ে গেছে। সূত্র : আলজাজিরা, রয়টার্স।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির আনার্মরা প্রদেশের অংবারু জেলায় এ হামলার ঘটনা ঘটে। তবে পুলিশের মুখপাত্র ইকেনগা টোচুকউ দাবি করেন, ‘গাড়িবহরে কোনো মার্কিন নাগরিক ছিলেন না।’ তিনি বলেন, ‘বন্দুকধারীরা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের দুই সদস্য ও দূতাবাসের দুই কর্মীকে হত্যা করার পর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।’ অপহরণ করে নিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্য ও একজন গাড়িচালক রয়েছে উল্লেখ করে পুলিশের এ মুখপাত্র বলেন, ‘তাদের উদ্ধারে অভিযান চলছে।’ ইকেঙ্গা তোচুকউ নামে আনার্মরা প্রদেশের এক পুলিশ মুখপাত্র বলেন, ‘দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দুজন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের লাশ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।’ ওই এলাকাটি বিচ্ছিন্নতাবাদী সহিংসতার জন্য পরিচিত উল্লেখ করে তিনি বলেন, দূতাবাসের গাড়িবহরটি ‘ওই এলাকায় পুলিশ বা কোনো নিরাপত্তা সংস্থার সহায়তা ছাড়াই সেখানে গিয়েছিল’। ইকেঙ্গা আরও বলেন, হামলাকারীরা পালিয়ে যাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছায়। এদিকে হামলার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বলেন, নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি গাড়িবহরের ওপর হামলা হয়েছে। তবে এতে কোনো মার্কিন নাগরিকের ক্ষয়ক্ষতি হয়নি। খবরে বলা হয়, নাইজেরিয়া কর্তৃপক্ষ দেশটির দক্ষিণাঞ্চলে সহিংসতার জন্য নিষিদ্ধঘোষিত ইনডিজেনাস পিপল অব বিয়াফ্রা মুভমেন্টকে (আইপিওবি) দায়ী করে আসছে। যদিও আইপিওবি বারবারই অভিযোগ অস্বীকার করছে।

সর্বশেষ খবর