মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ০০:০০ টা

শয়নকক্ষে ভল্টে সাড়ে ৭ কোটি টাকার হেরোইন

রাজশাহীতে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গোদাগাড়ীর যুবক জিয়ারুল ইসলাম (৩৫) তার শয়নকক্ষে ব্যাংকের মতো ভল্ট রেখে তাতে হেরোইন সংরক্ষণ করছিলেন। গতকাল ভোরে তাকে পুলিশ গ্রেফতার এবং ভল্ট থেকে সাড়ে ৭ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে। দুপুরে রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, ভোর পৌনে ৪টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার আচুয়া কসাইপাড়া গ্রাম থেকে জিয়ারুলকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম গোদাগাড়ী পৌরসভার আচুয়া কসাইপাড়া গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। তিনি নিজের বসতবাড়ির শয়নকক্ষে ব্যাংকের মতো একটি ভল্টে অভিনব কায়দায় সাড়ে ৭ কেজি হেরোইন লুকিয়ে রেখেছিলেন, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৭ কোটি টাকা। সেখান থেকে ১৮ বোতল ফেনসিডিল, হেরোইন বিক্রির ২৪ লাখ ৫০ হাজার নগদ টাকা এবং ২৫৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, জিয়ারুল দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সীমান্ত থেকে বাহকের মাধ্যমে হেরোইন এনে বাড়িতে মজুদসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন তিনি। মাদক ব্যবসা করে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। নিজের মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ, স্বর্ণ এবং হেরোইন নিরাপদে হেফাজতের জন্য তিনি বছর তিনেক আগে লক্ষাধিক টাকা খরচ করে ভল্টটি সংগ্রহ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী, গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল রানা, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা।

 

 

 

সর্বশেষ খবর