মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ০০:০০ টা
ঈদ বোনাস ও বকেয়া দাবি

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ঈদ বোনাস ও ওভারটাইমের বকেয়া টাকা দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বাইমাইল এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বাইমাইল এলাকার ফাইজা ইন্ডাস্ট্রি লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় দেড়হাজার শ্রমিক কাজ করেন। তাদের এক মাসের ওভারটাইমের টাকা বকেয়া রয়েছে। কয়েক দিন ধরে শ্রমিকরা ওই টাকা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ একাধিকবার তা পরিশোধের আশ্বাস দিলেও কার্যকর করেনি। শ্রমিকরা গতকাল সকালে কারখানায় এলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা ওভারটাইমের বকেয়া টাকা ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান। এ সময় কারখানার এক শ্রমিককে এক কর্মকর্তা মারধর করেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় মহাসড়কের উভয়দিকে যানজটের সৃষ্টি হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে শ্রমিকদের পাওনা ওভারটাইমের টাকা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ তুলে নেন।

 

সর্বশেষ খবর