বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

এক দিনে করোনা আক্রান্ত ৮৬ জন

নিজস্ব প্রতিবেদক

দেশে আরও ৮৬ জন কভিড রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। আক্রান্তদের ৮০ জনই রাজধানীর বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৬টি নমুনা পরীক্ষা করে এই ৮৬ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ০৩ শতাংশ। এই নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৮৫৪ জন। মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ৪৬২  জনই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৩ জন কভিড রোগী সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৪৪৫ জন। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৮০ জনই ঢাকার। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে দুজন করে এবং নরসিংদী ও জয়পুরহাটে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন।

সর্বশেষ খবর