শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সড়ক অবরোধ করে ভাঙচুর বিএনপি নেতা খোকনের গাড়ি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জোড়া হত্যা মামলায় আদালতে হাজির হওয়ার সময় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনের বিরুদ্ধে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন দলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ সময় তারা খোকনের গাড়িও ভাঙচুর করেন।

গতকাল দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপির যুগ্ম-মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি খায়রুল কবীর খোকন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মোস্তাক আহাম্মেদ হাই কোর্টের জামিন আদেশ বহাল রাখেন। এদিকে আদালতে খোকন জামিন নিতে আসবেন, এ খবর পেয়ে ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাইনুদ্দিনের নেতৃত্বে সকাল থেকেই নেতা-কর্মীরা আদালতপাড়া ও স্টেডিয়ামের সামনে রাস্তা অবরোধ করে রাখেন। তারা বিক্ষোভ মিছিলও করেন। এ সময় আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলে পদবঞ্চিত নেতারা খোকনের গাড়িসহ আইনজীবীদের দুটি ও একটি পাবলিক গাড়ি ভাঙচুর করেন। পদবঞ্চিত নেতা ও সদ্যবহিষ্কৃত ছাত্রদলের সহসভাপতি মাইনুদ্দিন ভূইয়া জানান, ত্যাগীদের বাদ দিয়ে অথর্বদের নিয়ে জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। ওই কমিটি বাতিলের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাদের আন্দোলনে ক্ষুব্ধ হয়ে তাদের দুই সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই মামলার প্রধান আসামি খায়রুল কবীরসহ সব আসামির গ্রেফতার ও বিচার দাবিতে তারা কাফনের কাপড় পরে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন। খোকন নরসিংদী কোর্টে জামিন নিতে আসবেন, এ খবরে পদবঞ্চিত নেতারা খোকনকে প্রতিহত করতে রাস্তায় নেমে এসেছেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ টি এম শহিদুল ইসলাম সোহাগ জানান, নরসিংদীতে জোড়া হত্যা মামলায় আসামিরা কোর্টে হাজির হন। এ ঘটনা কেন্দ্র করেই একটি পক্ষ আদালত এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ খবর