শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তিন দলের বাইরে আঞ্চলিক দলও মাঠে

মো. জহুরুল আলম, খাগড়াছড়ি

তিন দলের বাইরে আঞ্চলিক দলও মাঠে

জাতীয় সংসদের আসন্ন নির্বাচন সামনে রেখে খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) প্রার্থীরা নানা কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ধর্মীয় পার্বন, উৎসবে তাদের গ্রহণযোগ্যতা তুলে ধরতে দলীয় নেতা-কর্মীরা প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। হাট-বাজারে চায়ের টেবিলে চলছে আলোচনা-সমালোচনা।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির পাশাপাশি খাগড়াছড়িতে আঞ্চলিক দলগুলোও আলোচনায় রয়েছে। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পর পর দুবার নৌকা প্রতীক নিয়ে এ জেলায় জয়লাভ করেন। বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতিও কুজেন্দ্র লাল ত্রিপুরা। আবারও তিনি দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। তিনি বিভিন্ন সমাবেশে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকা  প্রচার করছেন। পাশাপাশি আগামী নির্বাচনে দলীয় সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই তিনি নির্বাচন করবেন বলে জানাচ্ছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছেন বর্তমান সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, তারই সহোদর সাবেক পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, সহসভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজ্যরি চৌধুরী ও সহসভাপতি সমীর দত্ত চাকমা। তারা দলের কেন্দ্রীয় পর্যায়ে দৌড়ঝাঁপের পাশাপাশি জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে নানাভাবে তদবির ও অনেকেই তৃণমূলের বঞ্চিত নেতা-কর্মীদের এক করার জন্য নানা কৌশলে কাজ করে যাচ্ছেন। বিএনপি থেকে বর্তমান জেলা বিএনপির সভাপতি সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক এমপি আবদুল ওয়াদুদ ভূঁইয়া দলে প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছেন। এ ছাড়া আরও যাদের নাম আলোচনায় আসছে তারা হলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল মিন্টু ও সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। খোঁজ নিয়ে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও তলে তলে প্রস্তুতি নিচ্ছেন দলীয় নেতারা। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি নানাভাবে সামাজিক কার্যক্রমেও নেতারা ব্যাপকভাবে অংশ নিচ্ছেন। জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান শেঠ দলীয় প্রার্থী হিসেবে দলীয় ও রাজনৈতিক কর্মকা  চালিয়ে যাচ্ছেন। জেলার বিভিন্ন উপজেলায়ও তাদের দলীয় কার্যক্রমের পাশাপাশি নানাভাবে সামাজিক উৎসবগুলোতে দলীয় নেতারা অংশ নিচ্ছেন। পাহাড়ের আঞ্চলিক দলগুলোর প্রার্থীরা মূলত স্বতন্ত্র হিসেবে এখানে সংসদ সদস্য প্রার্থী হন। তবে সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি আগাম জানা কঠিন। এসব দল নির্বাচনে হঠাৎ করেই তাদের প্রার্থী মনোনয়ন দেয়। ফলে তাদের আগাম প্রার্থীর পরিচয় মেলে না। জাতীয় সংসদের ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনটি জেলার ৯টি উপজেলা নিয়ে গঠিত। এ জেলায় শুধু একটি মাত্র আসন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ৯৭। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৫ হাজার ১৮২ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৯১৫ জন।

 

সর্বশেষ খবর