শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় মেরাজ ফকিরের মা

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় মেরাজ ফকিরের মা

ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও কুসংস্কারের নানা প্রেক্ষাপট নিয়ে নাটকের দল থিয়েটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে দর্শকপ্রিয় নাটক ‘মেরাজ ফকিরের মা’। আবদুল্লাহ-আল-মামুনের জন্মদিন উপলক্ষে গতকাল জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।

সত্য ঘটনাকে কেন্দ্র করে আবদুল্লাহ-আল-মামুন ১৯৯৫ সালে এই নাটকটি রচনা করেছিলেন। দীর্ঘ ২৮ বছর পরেও নাটকটির কাহিনী সমকালীন। নাটকের ভাবার্থ হলো- দীর্ঘ ঊনচল্লিশ বছর পর আকস্মিকভাবে সন্তান জানতে পারে তার গর্ভধারিণী মাতার ধর্ম আর তার ধর্ম এক নয়। ধর্ম পরিচয়ে যে ফারাক রচিত হয়, তা কি মাতা-পুত্রের সম্পর্কেও ফারাক আনতে পারে? ধর্মের ভিন্নতার কারণে পুত্র কি অস্বীকার করতে পারে মাতাকে? ধর্মের ভিন্নতার কারণে গর্ভধারিণী স্তন্যদায়িনী জননীকে কোনো  পুত্র কি অস্বীকার করতে পারে? মানবিক সম্পর্ক আর বাহ্যিক আচার সর্বস্ব- দুইয়ের মধ্যে কোনোটির রয়েছে নাড়িছেঁড়া টান? এমনি সব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতেই রচিত এ নাটকটি। বর্তমান সমাজের নানা চলমান ঘটনাও নাটকটিতে তুলে ধরা হয়েছে।  ধর্মব্যবসাকে পুঁজি করে এবং ধর্মের অপব্যাখ্যা করে এক শ্রেণির স্বার্থলোভী অসৎ মানুষ সমাজের প্রগতিকে ঠেকিয়ে রাখার যে অপচেষ্টা চালাচ্ছে দেশজুড়ে- তার প্রতিও বিশেষভাবে আলো ফেলা হয়েছে এ নাটকে। আবদুল্লাহ-আল- মামুন রচিত ও নির্দেশিত ‘মেরাজ ফকিরের মা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার,  রাশেদুল আওয়াল শাওন, তামান্না ইসলাম, তানজুম আরা পল্লী, মারুফ কবির, সাইফ জোয়ারদার, তোফা হোসেন, খুরশীদ আলম, আপন আহসান, অলিউল হক রুমী প্রমুখ।

সর্বশেষ খবর