শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

উপসহকারী প্রকৌশলীকে তুলে নিয়ে মারধর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক উপসহকারী প্রকৌশলীকে কার্যালয় থেকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় তাদের বাধা দিলে এক আনসার সদস্যকে পিটিয়ে আহত করা হয়। বুধবার রাতে এ ঘটনা ঘটে। হামলার শিকার উপসহকারী প্রকৌশলীর নাম আবু হানিফ (৪২)। তিনি এ বিষয়ে রাতেই বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আহত আনসার সদস্যের নাম নিত্যনন্দ মন্ডল (৩৬)। তাকে বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা  হয়েছে। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানান, একটি কাজের বিল না দেওয়ার অভিযোগ তুলে আবু হানিফকে শহররক্ষা বাঁধসংলগ্ন বটতলায় নিয়ে মারধর করা হয়। এর আগে চারটি মোটরসাইকেলে ১০ জন এসে তাকে শহরের মদনের মাঠ এলাকায় কার্যালয় থেকে তুলে নিয়ে যায়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের জানালে ঘণ্টাখানেক পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, রাত ৯টার দিকে ৮ থেকে ১০ জন এসে জেলা ছাত্রলীগ সভাপতি মনির ও সাধারণ সম্পাদক ওশানের কথা বলে আবু হানিফকে ধরে নিয়ে যায়। বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান বলেন, গতকাল তাকে ডেকে শুধু কথা বলা হয়েছে। মারধর করা হয়নি। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর