সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ফোন মেরামতের টাকা দিতে না পারায় গণধর্ষণ!

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মোবাইল ফোন মেরামতের টাকা দিতে না পারায় গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী! বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বরুড়ার মান্দারতলী এলাকায় সংঘটিত ঘটনায় অভিযুক্ত তিনজনকে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা হলো- উপজেলার একবাড়িয়া তালুকদার বাড়ির আবদুল করিমের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৮), মো. মোস্তফা কামালের ছেলে মেহেরাজ হোসেন রবিউল (২২) ও এমরান তালুকদারের ছেলে বোরহান উদ্দিন রাজু (২০)। এ তথ্য নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছে। মামলা সূত্রে জানা গেছে, ১৩ জুলাই সন্ধ্যায় বরুড়ার মান্দারতলী এলাকার এক তরুণী একবাড়িয়া পূর্ব বাজারে মোবাইল ফোন মেরামত করতে শহিদের দোকানে যান। সেখানে মেরামত বাবদ ২৫০ টাকা চাইলে তার কাছে ১৫০ টাকা রয়েছে বলে জানান। বাকি টাকা নেই বললে দোকানি শহিদুল ইসলাম শহিদ তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনার পর তরুণী বাড়ি ফেরার পথে মেহেরাজ হোসেন রবিউল ও বোরহান উদ্দিন রাজু সবাইকে জানিয়ে দেওয়ার ভয় দেখায়। পরে তারা স্থানীয় একটি কবরস্থানের পাশে নিয়ে ধর্ষণ করে।

সর্বশেষ খবর