রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চা শ্রমিকদের মহাসড়ক অবরোধ বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি

সাত দফা দাবিতে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী বাগানের চা শ্রমিকরা গতকাল মহাসড়কের রোকনপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন। তাদের দাবির মধ্যে রয়েছে- বকেয়া মজুরি পরিশোধ, বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিলের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করা। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।  শ্রমিকদের অভিযোগ, ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার, চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না। এ ছাড়া রোদ-বৃষ্টির সময় বাসস্থানে অবস্থান করতে তাদের দুর্ভোগ পোহাতে হয়। চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত তারা। ইমাম চা বাগানের সভাপতি রামভজন রবি দাস জানান, আমাদের বেতন, বোনাস, উৎসব ভাতা ও রোশনসহ সবকিছু নিয়ে মালিকরা টালবাহানা করছেন। আমরা এ দেশের নাগরিক, আমাদের ন্যায্য অধিকারটুকু চাই। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার জানান, বাগান কর্তৃপক্ষের নানা অনিয়ম আমাদের জানা আছে। যে কারণে তাদের সঙ্গে চুক্তি বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২৫ জুন চা শ্রমিকদের সাত দফা বাস্তবায়নের জন্য ইমাম টি এস্টেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে লিখিতভাবে জানান শ্রমিকরা। মালিকপক্ষ সারা না দেওয়ায় ৩ জুলাই থেকে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।

সর্বশেষ খবর