শিরোনাম
শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
শুরা কমিটির বৈঠক আজ

নতুন কর্মসূচি দিতে পারে হেফাজত

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

হেফাজতে ইসলামের আলোচিত শুরা কমিটির বৈঠক বসছে আজ (শনিবার) মাখজানুল উলুম মাদরাসায়। বৈঠকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি সম্প্রসারিত করে তাতে নতুন করে ঠাঁই দেওয়া হবে কমপক্ষে ১৫ নেতাকে। একই সঙ্গে হেফাজতের কারাবন্দি নেতাদের মুক্তির জন্য কর্মসূচি ঘোষণা করতে পারে শুরা কমিটি।

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘শুরা বৈঠকে কমিটি সম্প্রসারণ এবং নানান বিষয়ে আলোচনা হবে। বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কারামুক্ত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আমরা হেফাজতে ইসলামের বর্তমান কমিটির কাছে দাবি জানিয়েছি সংগঠনের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন এবং মজলুম তাদের মূল্যায়ন করার। আশা করি যার যার যোগ্যতা অনুযায়ী নেতাদের মূল্যায়ন করা হবে।’

জানা যায়, হেফাজতের আলোচিত শুরা কমিটির বৈঠক আজ শনিবার ঢাকার খিলগাঁও চৌরাস্তার মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হবে। এ বৈঠকের আগে বর্তমান কমিটি পুনর্গঠনের জন্য তৎপর হয় এবং ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে। তাদের চাওয়া ছিল বর্তমান মহাসচিবসহ গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদল। কিন্তু শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ তাতে সায় দেয়নি। এরপর ঢাকা এবং চট্টগ্রামে তারা দফায় দফায় বৈঠক করেন কারামুক্ত হেফাজতে ইসলামের নেতারা। দেখা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীসহ শীর্ষ কওমি মুরব্বিদের সঙ্গে। ওই বৈঠকে বিগত সময়ে গ্রেফতার হয়েছেন এমন ৩০ জন নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার দাবি জানানো হয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার কমপক্ষে ১৫ জন নেতাকে নায়েবে আমির এবং যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন পদে পদায়ন করা হবে বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি বশির উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, মুফতি হারুন ইজহার, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা জাকারিয়া নোমান ফয়জি উল্লেখযোগ্য। কারাবন্দি নেতারা ছাড়াও হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমাদসহ দুজনকে নায়েবে আমির করা হবে। নাশকতাসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে বন্দি থাকা সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মনির হোসাইন কাসেমী, নূর হোসেন নূরানী, রফিকুল ইসলাম মাদানীসহ অন্য হেফাজতে ইসলামের নেতাদের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে। তবে কর্মসূচিতে মিছিল কিংবা সমাবেশের পথে হাঁটবে না হেফাজত। তাদের কর্মসূচি শানে রেসালাহ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

সর্বশেষ খবর