রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বায়ুদূষণে শীর্ষে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ

নিজস্ব প্রতিবেদক

বায়ুদূষণে শীর্ষে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ

বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি বিবেচনায় দেশে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা। ঢাকা শহরের মধ্যে দূষণের শীর্ষে রয়েছে শাহবাগ। গতকাল বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) আয়োজিত বায়ুমান উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ উপাত্ত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস ও ক্যাপসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বক্তব্য রাখেন। তারা বলেন, ২০২১ সালে বাংলাদেশের ৬৪ জেলার গড় অতিক্ষুদ্র বস্তুকণা প্রতি ঘনমিটারে ছিল ১০৫ দশমিক ৫৮ মাইক্রোগ্রাম, যা অতিক্ষুদ্র বস্তুকণার আদর্শ মান (প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম) থেকে প্রায় ১ দশমিক ৬২ গুণ বেশি। এতে দেখা যায় অতিক্ষুদ্র বস্তুÍকণার উপস্থিতি ক্রমে শিল্প অধ্যুষিত ৩টি জেলা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ দূষণের শীর্ষে অবস্থান করছে। গবেষণায় দেখা যায়, ৬৪ জেলার মধ্যে ৫৪টি জেলার বায়ুমানই জাতীয় নির্ধারিত দৈনিক মানমাত্রায় ৬৫ মাইক্রোগ্রামের চেয়ে খারাপ। এ ছাড়া ঢাকার ১০টি স্থানের বায়ুমান গবেষণা করে ক্যাপস জানিয়েছে ১০টি স্থানের মধ্যে শাহবাগ এলাকায় বেশি বস্তুকণা ছিল। সেখানে বার্ষিক গড় বস্তুকণার উপস্থিতি প্রতি ঘনমিটারে ৯১ দশমিক ৪ মাইক্রোগ্রাম অর্থাৎ আদর্শমান ১৫ মাইক্রোগ্রামের চেয়ে প্রায় ৬ গুণ বেশি। সার্বিক বিবেচনায় রাজধানী ঢাকা ও দেশের বায়ুমান খুব একটা সন্তোষজনক অবস্থায় নেই। এ অবস্থায় দেশের বায়ুমান উন্নয়নে নবায়নযোগ্য শক্তি একটি কার্যকর সমাধান হতে পারে। এতে চারটি সুপারিশও তুলে ধরা হয়। এগুলো হলো-নতুন প্রণীত বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২-এ মান প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম বজায় রাখা। তাপবিদ্যুৎ উৎপাদনে ইমিশনের মানমাত্রা বজায় রাখতে হবে। ডিজেলের সালফারের উপস্থিতির সর্বোচ্চ সীমা ৫০ পিপিএম নির্ধারণ করা এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩-এ সব কয়লা, তেল ও গ্যাসভিত্তিক তাপবিদ্যুৎ প্লান্টকে আগের মতো (পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭) লাল শ্রেণিভুক্ত রাখা। কপ-২৬ এর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ ভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।

সর্বশেষ খবর