রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আজ শহীদ মিনারে পান্না কায়সারের প্রতি জাতির শ্রদ্ধা

হবে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক

আজ শহীদ মিনারে পান্না কায়সারের প্রতি জাতির শ্রদ্ধা

বিশিষ্ট লেখিকা, শহীদজায়া অধ্যাপিকা পান্না কায়সারের লাশ আজ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। শহীদ মিনার থেকে ১২টার দিকে বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের সহধর্মিণী সাবেক এমপি অধ্যাপিকা পান্না কায়সার।

তাঁর কন্যা অভিনয় শিল্পী শমী কায়সার জানান, শুক্রবার সকাল ৮টার দিকে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন তার মা। দ্রুত তাকে চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে মারা যান তিনি।

 

সর্বশেষ খবর