রবিবার, ৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

প্রতিদিন ডেস্ক

বসবাসের বৈধ নথিপত্র না থাকাসহ নানা অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে। তাদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি। সূত্র : দ্য নিউ স্ট্রেইট টাইমস।

কুয়ালালামপুরের চেরাস শহরের তামান কোনাটের তিনটি ফ্ল্যাট থেকে গতকাল তাদের আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, গত শুক্রবার দিবাগত রাত ১টার পর এই বিদেশি নাগরিকদের আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি ২৫২ জন। অন্যদের মধ্যে মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৪ ও দুজন ফিলিপাইনের নাগরিক।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাদরিন মহসিন জানিয়েছেন, বসবাসের অনুমতির (পাস অথবা পারমিট) অপব্যবহার, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান, পরিচয় শনাক্তকরণ (আইডি) কার্ড না থাকা ছাড়াও বিভিন্ন অভিযোগে এই বিদেশিদের আটক করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আটক ব্যক্তিদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে। ১৯৫৯ সালের অভিবাসন আইনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর