সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগে বিভক্তি বিএনপিতে একক প্রার্থী

মাহবুবুল হক পোলেন, মেহেরপুর

আওয়ামী লীগে বিভক্তি বিএনপিতে একক প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। তাই মেহেরপুরে সরব হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। জেলা সদরের সাতটি ইউনিয়ন, একটি পৌরসভা ও মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন। তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয় মনোনয়ন নিয়ে আসনটিতে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি আছে। স্বাভাবিকভাবেই দলীয় মনোনয়নপ্রত্যাশী অনেক। তবে বিএনপির প্রার্থী একজন।

দলীয় সূত্র জানায়, মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগে স্পষ্টত বিভক্তি আছে। সংসদ সদস্য ফরহাদ হোসেনের বিরোধীপক্ষ স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালন করেছে। আর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পথসভার মাধ্যমে কর্মসূচি পালন করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, মেহেরপুরের এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন পরপর দুবারের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মিয়াজান আলী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান,  জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসলাম শিহির এবং মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। অন্যতম মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দলে বিভক্তি আছে। নেতা-কর্মীদের না পাওয়ার বেদনা আছে। তার বহিঃপ্রকাশ পৃথক পৃথকভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন। আমি ব্যক্তিগত ও দলগতভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। তবে দল যাকে মনোনয়ন দেবে কোন্দল ভুলে সবাই তার জন্য কাজ করব। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুণ। তিনি বিএনপির সুসময়-দুঃসময়ে দলের হাল ধরেছেন। তার বিকল্প নেতৃত্ব  মেহেরপুর বিএনপিতে গড়ে ওঠেনি। জানতে চাইলে মাসুদ অরুণ বলেন, আমাদের দাবি এক দফা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধার। তবে কেন্দ্রীয়ভাবে  ঘোষিত আন্দোলন বা নির্বাচন দুটির জন্যই জেলা বিএনপি পুরোপুরি প্রস্তুত। জাতীয় পার্টির কোনো কার্যক্রম মেহেরপুরে না থাকলেও জেলা কমিটির আহ্বায়ক আবদুল হাদি এবং জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবদুল হামিদ নির্বাচনের জন্য কাজ করছেন। নির্বাচন সামনে রেখে ঈদ শুভেচ্ছার পোস্টার ছাপিয়ে নিজেদের জানান দিয়েছেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা তাজউদ্দিন খান। তিনি এবার এ আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর