সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দুই বাসের রেষারেষিতে গেল প্রাণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে দুই বাসের রেষারেষিতে জিসান (১৭) নামে এক কিশোর মারা গেছে। সে আবদুল্লাহপুর টু মোহাম্মদপুরগামী পরিস্থান বাসের হেলপার ছিল। এ ঘটনায় ওই দুটি বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকাল ৮টার দিকে মিরপুর-১ নম্বর চাইনিজ হোটেলের বিপরীত পাশে এই ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় জিসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, জিসানের বাবার নাম মো. মনির হোসেন। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামে। সে পরিবারের সঙ্গে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় থাকত। জিসানকে উদ্ধার করে হাসপাতালে আনা পরিস্থান বাসের চালক তোফাজ্জল হোসেন জানান, সকালে পরিস্থান বাসটি আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর যাচ্ছিল। সেই বাসের হেলপার ছিল জিসান। বাসটি মিরপুর-১ নম্বর চাইনিজের বিপরীত পাশে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল। প্রজাপতি নামে আরেকটি বাস তাদের বাসের পাশাপাশি চলে আসে। তখন পরিস্থান বাসটিও চলতে শুরু করে। জিসান বাসে ওঠার সময় প্রজাপতি ও পরিস্থান বাসের মধ্যে চাপা পড়ে আহত হয়। গুরুতর আহত অবস্থায় জিসানকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, দুই বাসের পাল্লাপাল্লিতে বাসের হেলপার জিসান গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান। ঘটনার পরপরই রায়হান (২১) নামে পরিস্থান এবং মোমিন নামে প্রজাপতি বাসের চালককে গ্রেফতার এবং বাস দুটি জব্দ করা হয়।

সর্বশেষ খবর