সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

হেলমেট ও মাস্ক পরে ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হেলমেট ও মাস্ক পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে প্রতিপক্ষ ছাত্রলীগের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনায় ছাত্রলীগ নামধারী ও সাধারণ শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় আহত মুয়ীদুর রহমান বাকি, নিলয়, সাইমুন ইসলাম, আয়াত উল্লাহ, মিঠুন, সালাউদ্দিন ও ইরাজ শরীফকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। আহতরা সবাই বিশ্ববিদ্যালয়ে কথিত ছাত্রলীগ রক্তিম-বাকি গ্রুপের সদস্য এবং সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সমর্থক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অপরদিকে অভিযুক্তরা বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর অনুসারী। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারী একদল শিক্ষার্থী ও বহিরাগতসহ ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত হেলমেড ও মাস্ক পরিহিত অবস্থায় লাঠি, রড ও দেশি অস্ত্র নিয়ে অতর্কিতে বঙ্গবন্ধু ও শেরেবাংলা হলে ঢুকে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতা-কর্মীসহ তাদের সমর্থকদের ওপর হামলা চালায়। তারা কুপিয়ে-পিটিয়ে রক্তিম গ্রুপের সাতজনকে আহত করে পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা আহত সাতজনকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করে। এ ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতরা। এদিকে এ মামলার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল জানান, হল দখলকে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীর মধ্যে হামলা-সংঘর্ষ হয়েছে। এতে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

 

সর্বশেষ খবর