সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

রাজমিস্ত্রি থেকে স্বর্ণ পাচারকারী

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে জায়রুল শেখ নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ফিরোজপুর গ্রামে। শনিবার বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ১১৫ ব্যাটালিয়নের অধীন মুর্শিদাবাদ জেলার সীমান্ত চৌকি বয়রাঘাট এলাকায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে ১ কেজি ৮৩২ গ্রাম ওজনের ১৫টি সোনার বার। জব্দ সোনার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ রুপি। গতকাল বিএসএফের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রে বিএসএফ খবর পায় শনিবার স্বর্ণ পাচার হতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতে টহল জোরদার করলে দেখতে পায়, মুর্শিদাবাদ জেলার ফিরোজপুর গ্রামের দিক থেকে একটি মোটরসাইকেলে এক ব্যক্তি আসছেন। জওয়ানরা তাকে থামিয়ে সোনা চোরাচালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এতে আতঙ্কিত হয়ে তার মোটরসাইকেলের নিচের অংশে (চেইন কভারের কাছে ক্যাভিটি) স্বর্ণ লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। তারপর জওয়ানরা তাকে আটক করেন এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসেন। সীমান্ত চৌকিতে এসে জওয়ানরা বাইকের বিভিন্ন অংশ খুলে ১৫টি স্বর্ণের বার পান। এসব স্বর্ণের বার বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদে জায়রুল শেখ জানান, তিনি ৪ আগস্ট ফিরোজপুর গ্রামের বাবু শেখের কাছ থেকে স্বর্ণগুলো পেয়েছেন। এরপর বাবু শেখের নির্দেশনা মোতাবেক সৈয়দপুর বাজারে এক ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিল। এ জন্য তিনি বাবু শেখের কাছ থেকে ৩০ হাজার রুপি পেয়েছিলেন। কিন্তু স্বর্ণের বার পাচারের আগেই জওয়ানরা তাকে ধরে ফেলেন। জানা যায়, তিনি রাজমিস্ত্রির কাজ করেন। অর্থের লোভেই তিনি চোরাচালানে জড়িয়ে পড়েন।

সর্বশেষ খবর