মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সেই ভয়াবহতা নিয়ে পাবলিক আর্ট

সাংস্কৃতিক প্রতিবেদক

সেই ভয়াবহতা নিয়ে পাবলিক আর্ট

এক পাশে দাঁড়ানো লাশবাহী অ্যাম্বুলেন্স। এর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তাক্ত লাশ। জুতা, স্যান্ডেল, মানিব্যাগ, চশমা, ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছড়ানো ছিটানো রয়েছে চারদিকে। থেকে থেকে গ্রেনেডের বিকট শব্দ কাঁপিয়ে তুলছিল রাজধানীর আকাশ। তখনকার বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে মানবপ্রাচীর দিয়ে রক্ষার চেষ্টায় ব্যস্ত নেতা-কর্মীরা। আরেক পাশে রক্তে ভাসছে মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের লাশসহ ২৩টি তাজা প্রাণ। যেন একখণ্ড ২৩ বঙ্গবন্ধু এভিনিউ উঠে এসেছে সেগুনবাগিচায়। এমন দৃশ্যই চিত্রিত ছিল রাজধানীর সেগুনবাগিচা অবস্থিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আঙিনায়। ইতিহাসের সেই ঘৃণিত হত্যাযজ্ঞ উঠে এসেছে পাবলিক আর্ট ও স্থাপনাশিল্পে। ২০০৪ সালের গ্রেনেড হামলার ভয়াবহতা নিয়ে ‘২১ আগস্ট একটি বর্বরোচিত নিধনযজ্ঞ’ শিরোনামের আলোকচিত্র ও পাবলিক আর্টে উঠে এসেছে এসব দৃশ্য। শিল্পীর নান্দনিকতায় শিল্পের আঙিনায় চিত্রিত হয়েছে গ্রেনেড হামলার বিভীষিকাময় নৃশংসতা। যেন একখণ্ড বঙ্গবন্ধু এভিনিউ চিত্রিত করেছেন শিল্পীরা। অন্যদিকে, শহীদের লাশ ও ৩০০ নেতা-কর্মীর আর্তনাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড যেন মৃত্যুপুরীতে পরিণত। ভয়াবহ ২১ আগস্ট ট্র্যাজেডির ১৯তম বার্ষিকী পালনে গতকাল সন্ধ্যায় তিন দিনের এ প্রদর্শনীর আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয় অধিভুক্ত রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আয়োজনের উদ্বোধন করেন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

সর্বশেষ খবর