মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সরবরাহ বেড়েছে ইলিশের

চাঁদপুর প্রতিনিধি

সরবরাহ বেড়েছে ইলিশের

চাঁদপুরের আড়তগুলোতে ইলিশের সরবরাহ বেড়েছে। তবে এর দাম ক্রেতাদের নাগালের বাইরে। এ নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা।

সংশ্লিষ্টরা বলছেন, প্রজনন মৌসুম সেপ্টেম্বর-অক্টোবরে প্রচুর ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। তখন এর দামও ক্রেতাদের নাগালে আসবে। জেলা মৎস্য অফিসের তথ্যমতে, চাঁদপুরে ছোট-বড় দেড় শতাধিক মৎস্য আড়ত রয়েছে। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন, এখন ইলিশের ভরা মৌসুম। সেই সঙ্গে টানা বৃষ্টির ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মৎস্য অবতরণ কেন্দ্রে এর সরবরাহ বেড়েছে। চাঁদপুরে মৎস্য আড়তে গত তিন-চার দিনে ইলিশের সরবরাহ অনেক বেড়েছে। বড় স্টেশন পাইকারি আড়ত জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে হাতিয়া, সন্দ্বীপ, চর আলেকজান্ডার, ভোলা, বরিশাল, পটুয়াখালীসহ সাগর উপকূলীয় অঞ্চল থেকে জেলেরা ইলিশ নিয়ে আসে। প্রতিদিন গড়ে দেড় থেকে ২ হাজার মণ মাছ এ ঘাটে আনা হচ্ছে। তবে পদ্মা-মেঘনা নদীর ইলিশ অনেক কম, দামও বেশি। এ আড়ত থেকে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লাসহ বড় বড় বাজারে মাছ যায়।

 ফারুক আহমেদ খান নামে এক ক্রেতা বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম এখানে ইলিশের দাম কম। বাস্তবে এসে দেখা গেল ভিন্ন চিত্র। দূর থেকে এসেছি কম দামে ইলিশ কিনতে। ঘাটে এসে পড়েছি বিপাকে। বাধ্য হয়ে ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ৭৫০ এবং এক কেজি সাইজের ইলিশ ১ হাজার ৮০০ টাকায় কিনেছি। আড়ত ব্যবসায়ী আ. সাত্তার খান বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর ইলিশ সরবরাহ বেড়েছে। সরবরাহ আরও বাড়লে আগের লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। দেড় কেজি সাইজের ইলিশ পাইকারি বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা দরে। এক কেজি থেকে ১৩০০ গ্রাম সাইজ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে। ৫০০ থেকে ৬০০ গ্রাম সাইজ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। তবে পদ্মা-মেঘনা নদীর ইলিশের দাম আকার ভেদে প্রতি কেজি দেড়শ থেকে ২০০ টাকা বেশি। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম বলেন, টানা বৃষ্টি ও নদীর পানির স্রোত বাড়ায় মৎস্য অবতরণ কেন্দ্রগুলোয় ইলিশ সরবরাহ বেড়েছে। প্রজনন মৌসুম সেপ্টেম্বর-অক্টোবরে ৬০ থেকে ৭০ ভাগ ইলিশ জেলেদের জালে ধরা পড়বে। আশা করছি, তখন ইলিশের দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর