বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম। সাঈদীর পক্ষে পোস্ট

সাত ছাত্রলীগ নেতাকে অব্যাহতি, দুজন পদত্যাগ স্বেচ্ছাসেবক লীগের

প্রতিদিন ডেস্ক

যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় আরও সাত ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রাজবাড়ীতে চারজন ও বরগুনায় তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সুপারিশ    কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ছাড়া সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা পদত্যাগ করেছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।

রাজবাড়ী : সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় রাজবাড়ীতে ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন- বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আল আদিত জিসান, বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রনি খান, গোয়ালন্দ পৌর শাখার প্রচার সম্পাদক নাফিজ কবির শিশির ও রাজবাড়ী পৌর ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুদ্র মাহাম্মুদ।

বরগুনা : সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় বরগুনায় ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। তারা হলেন- সদর উপজেলার ১ নম্বর বদরখালী ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী, ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এইচ এম আল মামুন ও পাথরঘাটার কাকচিড়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল রাহাত।

চট্টগ্রাম : সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া লোহাগাড়া স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা পদত্যাগ করেছেন। সোমবার রাতে দুই নেতা নিজেদের ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন পোস্টে উল্লেখ করেছেন। পদত্যাগ করা নেতারা হলেন বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমন ও সহসভাপতি মো. কামরুজ্জামান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন বলেন, দুই নেতা পদত্যাগ করেছেন বলে শুনেছি, তবে লিখিত কোনো পদত্যাগপত্র পায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের বিষয়টি জেনেছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর