রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সংবাদ সংগ্রহে গিয়ে ছয় সাংবাদিক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে র‌্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছয়জন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। এ সময় তাঁদের ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে পুলিশের মধ্যস্থতায় সাংবাদিক নেতা ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। জানা যায়, বুধবার রাতে ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে ডেন্টাল শিক্ষার্থী ফাহমিদা রওশন ওরফে প্রভা, ৫০তম ব্যাচের নীলিমা হোসেন ওরফে জুঁইয়ের নেতৃত্বে র‌্যাগিংয়ের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী ভিকটিম নুজাহাত মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় নুজাহাতের মা গতকাল দুপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করতে যান। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক এ-সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গেলে কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা. বাকী বিল্লাহ, প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রবীর সাহাসহ কয়েকজন তাদের ক্যামেরায় হাত দেন। একপর্যায়ে চেয়ার দিয়ে পিটিয়ে তাদের আহত করেন। চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরার ট্রাইপড্ ভেঙে ফেলেন তারা। এ ছাড়া হামলায় চ্যানেল টোয়েন্টিফোরের কাওছার হোসেন রানা ও ক্যামেরাপারসন রুহুল আমীন, সময় সংবাদের শাকিল মাহমুদ ও ক্যামেরাপারসন সুমন হাসান, এশিয়ান টিভির প্রতিনিধি ফিরোজ মোস্তফা ও ক্যামেরাপারসন আজিম শরীফ আহত হন। হামলার খবর পেয়ে বরিশালের গণমাধ্যমকর্মীরা মেডিকেল কলেজে ভিড় করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞার মধ্যস্থতায় সাংবাদিক নেতারা অধ্যক্ষের কার্যালয়ে বৈঠকে বসেন। সভায় অনাকাক্সিক্ষত ঘটনার জন্য অধ্যক্ষ দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান। পাশাপাশি আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

সর্বশেষ খবর