রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা বাড়াতে হবে

বিচারপতি ইনায়েতুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেছেন, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়েছিল। বহু ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে সম্মানিত স্থানে বসানো হয়েছে। দুঃখজনক হলেও সত্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বহু আলোচনা, সেমিনারে বক্তব্য দেওয়া হয় কিন্তু চর্চা কম। বঙ্গবন্ধুর চর্চা নিয়ে আমাদের মধ্যে এখনো ঘাটতি রয়েছে। বঙ্গবন্ধুকে জানতে পারব যদি তাঁর রাষ্ট্রীয় দর্শন গভীরভাবে বিশ্লেষণ করা যায়। তার জন্য আমাদের প্রথমেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে ফিরে যেতে হবে।

গতকাল দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাসবিদ ১৯৭১ গণহত্যা, নির্যাতন, আর্কাইভ ও বঙ্গবন্ধু জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সহ-সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।

 

সর্বশেষ খবর