সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

নিউইয়র্ক সিটির মসজিদ থেকে মাইকে আজান প্রচারে অনুমতি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

রমজান মাসের স্বীকৃতির পর নিউইয়র্ক সিটির মসজিদগুলো পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রচারের অনুমতি মিলেছে। ২৪ আগস্ট এক সার্কুলারে সিটির কম্যুনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক টি স্ট্যুয়ার্ট মুসলিম আমেরিকানদের জন্য এ অনুমতির কথা ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটি কাউন্সিলের পর নিউইয়র্ক সিটি হলো  দ্বিতীয় সিটি- যেখানে মাইকে আজান প্রদানের অনুমতি পাওয়া গেল। এ সিদ্ধান্তকে মুসলিম কম্যুনিটির পক্ষ থেকে অভিনন্দিত করেছেন ‘স্যাফেস্ট’ (সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং)-এর প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা উদ্দিন। মাজেদা জানান, সিটি কাউন্সিলের এ সিদ্ধান্তের জন্য অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। আশা করছি, শিগগিরই দুই ঈদের দিনকে সিটির সব অফিস-আদালতেও মুসলমানদের জন্য স্ব-বেতন ছুটির বিধি এবং জুলাই মাসকে মুসলিম ঐতিহ্যের মাস হিসেবে স্বীকৃতি দানের দাবি আদায়ে আমরা সফল হব।

সর্বশেষ খবর