সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সাত কলেজ

উত্তীর্ণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

উত্তীর্ণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সর্বোচ্চ তিন বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের মানোন্নয়ন পরীক্ষায় বসার সুযোগ দেওয়াসহ বিশ্ববিদ্যালয়ের সিজিপিএর শর্ত শিথিলের দাবিতে গতকাল আবারও রাজধানীর নীলক্ষেত অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত  সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী বর্ষের উত্তীর্ণে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা প্রায় সাড়ে ৬টায় অবরোধ ছেড়ে চলে যান তারা। গতকাল দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরেও কয়েকজনকে আন্দোলনে অংশ নিতে দেখা যায়। এতে রাজধানীর মিরপুর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অবরোধ প্রত্যাহারের আগে আন্দোলনকারীদের পক্ষে শাহরিয়ার মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ডেকে নিয়েছিল। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমাদের দাবির বিষয়ে ২৯ তারিখ অধ্যক্ষদের নিয়ে বৈঠক করবেন। আমাদের পরবর্তী বর্ষের পড়াশোনা করতে বলেছেন।

সর্বশেষ খবর