সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

চিকিৎসকদের হাতে লাঞ্ছিত তিন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ ও তার অনুগত কয়েক চিকিৎসক-কর্মচারীর হাতে লাঞ্ছিত হয়েছেন যশোরের তিন সাংবাদিক। একপর্যায়ে তত্ত্বাবধায়ক সাংবাদিকদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। গতকাল দুপুরে হাসপাতালের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। একাত্তর টেলিভিশনের যশোর প্রতিনিধি এস এম ফরহাদ জানান, তিনি তার ক্যামেরাম্যান শাহারুল ইসলাম ফারদিন ও বাংলাদেশ টেলিভিশনের যশোর প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু ডেঙ্গু রোগীর তথ্য নেওয়ার জন্য হাসপাতালে যান। এ সময় তত্ত্বাবধায়ক তাদের সঙ্গে ক্রমাগত দুর্ব্যবহার করতে থাকেন। একপর্যায়ে তিনি আরও কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে সাংবাদিকদের ওপর হামলা ও একাত্তর টেলিভিশনের ক্যামেরা ভাঙার চেষ্টা করেন। এরপর পুলিশ ডেকে ক্যামেরাম্যান শাহারুল ইসলাম ফারদিনকে তাদের হাতে তুলে দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তিন সাংবাদিককে ওই স্থান থেকে মুক্ত করে আনেন। যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় যশোরের সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে যশোরের সাংবাদিকরা রাজপথে আন্দোলন গড়ে তুলবেন। যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, ‘হাসপাতালে অনাকাক্সিক্ষত একটা ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। চিকিৎসক, সাংবাদিক সবাই দেশের জন্য কাজ করেন। তাই তাদের মাঝে এরকম ঘটনা ঘটা উচিত নয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করা আমার এখতিয়ারে নয়। তবে বিভাগীয় পরিচালককে আমি বিষয়টি অবহিত করব’।

সর্বশেষ খবর