শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে মাদক সেবনে বাধা দেওয়ায় স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমকে (৪৫) প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে রাজীব নামের এক মাদকসেবী। তার হাতে আহত হয়েছেন জাহিদুল ইসলাম হৃদয় ও মীর হোসেন নামে আরও দুজন। গতকাল বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার শ্রীয়াং গ্রামে। মাদকসেবী রাজীব হোসেন ওই গ্রামের মৃত শহীদ উল্লাহর ছেলে। আবুল কাশেম মুদাফরগঞ্জ (দ.) ইউনিয়ন পরিষদের শ্রীয়াং ৮ নম্বর ওয়ার্ড সদস্য এবং শ্রীয়াং গ্রাম কমিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি। খবর পেয়ে ঘটনাস্থলে যান লাকসাম থানার পুলিশ সদস্যরা।

নিহত ইউপি সদস্য আবুল কাশেমের ভাতিজা জাহিদুল ইসলাম হৃদয় জানান, ‘আমার কাকা আবুল কাশেম মেম্বারসহ আমি বিকালে শ্রীয়াং বাজারে আসি। এ সময় বাজারে জুলহাস মিয়ার ধান ভাঙার মিলের সামনে মাদকসেবী রাজীব বসে মাদক সেবন করছিল। প্রকাশ্যে এমন দৃশ্য দেখে আমার কাকা নিষেধ করলে রাজীব দোকান থেকে দা নিয়ে তার বুকে কোপ দেয়। এ সময় আমি ও মীর হোসেন এগিয়ে গেলে রাজীবের হাতে থাকা মরিচের গুঁড়া আমাদের চোখে-মুখে ছুড়ে দেয়। আমরা তাকে ধরতে গেলে সে দা দিয়ে আমাদেরও আঘাত করে। আমাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাজীব পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মেম্বার কাকাকে সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর