শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
স্বাধীন বাংলা দলের ফুটবলার গোবিন্দ

মুক্তিযোদ্ধা গেজেটে নাম ঠিকানা ভুলে হয়রানি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মুক্তিযোদ্ধা গেজেটে নাম ঠিকানা ভুলে হয়রানি

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলে খেলেছেন প্রাণ গোবিন্দ কুণ্ডু। বাবা চিত্ত বিনোদ কুণ্ডু। মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেটে আছে অজ্ঞাত এক পবিন্দ কুণ্ডু, পিতা সুকুমার কুণ্ডু। প্রশ্ন উঠেছে কে পবিন্দ? জানে না মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ও। এই নামে কোনো খেলোয়াড় ছিলেন না স্বাধীন বাংলা ফুটবল দলে জানিয়ে লিখিত বিবৃতিও দিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ-অধিনায়ক প্রতাপ চন্দ্র হাজরা, ওই দলের খেলোয়াড় ও বর্তমানে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনও। তারপরও সংশোধন হয়নি গ্যাজেট। বেঁচে থেকেও মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত তিনি। মার্কিন প্রবাসী প্রাণ গোবিন্দ কুণ্ডু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফুটবল ফেডারেশনের দলিল-দস্তাবেজের সর্বত্র রয়েছে তার নাম। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে চলে আসার আগ পর্যন্ত জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রদত্ত মাসিক মুক্তিযোদ্ধা-খেলোয়াড় হিসেবে ভাতাও পেয়েছেন। তারপরও কেন সরকারি গেজেটে ভুল ঠিকানায় ভুল নাম সন্নিবেশিত হলো কীভাবে- প্রশ্ন গোবিন্দ প্রাণ কুণ্ডুর। জানা যায়, মার্কিন প্রবাসী প্রাণ গোবিন্দ কুণ্ডুর আবেদন ও স্বাধীন বাংলা ফুটবল দলের বিবৃতির পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত করে। গত বছর ২ আগস্ট নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করে মন্ত্রণালয়কে অবহিত করেন। তিনি জানান, গ্যাজেটে ভুল নামে থাকা ব্যক্তি আসলে প্রাণ গোবিন্দ কুণ্ডু। তারপরও গত ২৪ অক্টোবর জামুকার বৈঠকে তা অনুমোদন পায়নি। এ নিয়ে প্রচন্ড ক্ষোভ আর হতাশা নিয়ে তিনি বলেন, বার্ধক্যে এসে একটাই চাওয়া, নিজের নামটি সঠিকভাবে সরকারি তালিকায় দেখা। এজন্য গত ১০ আগস্ট নিউইয়র্কের কন্সাল জেনারেলের মাধ্যমে তিনি আরেকটি আবেদন করেছেন। সেটি ঢাকাস্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ফরোয়ার্ড করা হয়েছে। এ দিকে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার ভুল সংশোধন করে স্বাধীন বাংলা ফুটবল ফেডারেশনের খেলোয়াড় প্রাণ গোবিন্দ কুণ্ডুর নাম গেজেটে অন্তর্ভুক্তির জন্য মুক্তিযোদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

 

সর্বশেষ খবর