শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেসেঞ্জারে যুবকের পর্নবাণিজ্য

নিজস্ব প্রতিবেদক

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হযরত মণ্ডল নামে ওই যুবককে ২৪ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মধুপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ সূত্র জানান, তার মোবাইলে প্রায় ৩ হাজার পর্নো ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শতাধিক গ্রুপ খুলেছেন। এসব গ্রুপের মেসেঞ্জারে দেড়-দুই শ টাকায় পর্ন ভিডিও বিক্রি করতেন। বিভিন্ন তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তাদের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেলিং করতেন। সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের ফাইন্যানশিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মহিদুল ইসলাম গতকাল জানান, ২০২১ সালে এক তরুণীর সঙ্গে হযরত মণ্ডলের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। সেই সুবাদে তাদের ফেসবুক ও ইমোয় যোগাযোগ হতো। একপর্যায়ে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন হযরত মণ্ডল। প্রথমে রাজি না হলেও পরে রাজি হন তরুণী। প্রেমের সম্পর্ক চলাকালে হযরত কৌশলে ওই মেয়ের আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে নেন। কিছুদিন পর শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে তা নাকচ করেন তরুণী। এরপর মেয়েটির পারিবারিকভাবে অন্যত্র বিয়ে ঠিক হলে হযরত মোবাইল নম্বরে ফোন দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেন। পরে হযরত ওই তরুণীর নামে একটি ফেক ফেসবুক আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ করে দেন। এ ঘটনায় ওই তরুণী রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করছেন ফাইন্যানশিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই বজলুর রশিদ তালুকদার। এডিসি মহিদুল ইসলাম বলেন, মামলা তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ীতে অভিযান চালিয়ে হযরতকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ও দুটি সিম জব্দ করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর