শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গৃহস্থের জালে আটকা মেছো বাঘ শাবক, পরে অবমুক্ত

কুমিল্লা প্রতিনিধি

গৃহস্থের জালে আটকা মেছো বাঘ শাবক, পরে অবমুক্ত

কুমিল্লার দাউদকান্দিতে একটি মেছো বাঘ শাবক অবমুক্ত করা হয়েছে। উপজেলা বন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী ও পরিবেশবিদ মতিন সৈকত এটি অবমুক্ত করেন। সূত্র জানায়, উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারী গ্রামের মোস্তাক ওয়াজিরবাড়ির গরুর ঘরে দুটি শাবকসহ মা মেছো বাঘ দেখে শিশু কিশোররা ধাওয়া করে। এতে গরুর ঘরের জালে একটি শাবক আটকে যায়। পরে সেটি তারা খাঁচায় আটকে রাখেন। বিষয়টি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসানকে জানালে তিনি বন বিভাগকে অবহিত করেন। পরে উপজেলা বন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী গিয়ে গ্রামের ঝোপঝাড়ে মেছো শাবকটি অবমুক্ত করেছেন।

সর্বশেষ খবর