শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কাশফুলে শরতের শুভ্রতা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কাশফুলে শরতের শুভ্রতা

রংপুর ও আশপাশ এলাকায় কয়েকদিন ধরে আকাশে ভাসছে সাদা মেঘ, আর প্রকৃতিতে ছড়াচ্ছে কাশফুলের শুভ্রতা। মুগ্ধতা তৈরি হয়েছে অপরূপ সৌন্দর্যের।

বিশেষ করে ঘাঘট-তিস্তার তীরজুড়ে প্রচুর কাশফুল ফুটেছে। কাশফুলের সৌন্দর্য দেখতে অনেকেই নদীর পাড়ে কিংবা চরে আসছেন।

প্রসঙ্গত, বাংলা বর্ষপঞ্জিমতে এখন শরৎ ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস ঘিরে শরৎকে সাধারণত ঋতুর রানি বলা হয়। ভাদ্রের ১৭ দিন পেরিয়েছে গতকাল। এ ঋতুতে কাশফুল, মেঘমুক্ত নীল আকাশ দেখা যায়। ফসলের মাঠ সবুজে সবুজে ভরে যায়। প্রতি বছর এমনটা হলেও এবার কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। এ অঞ্চলে বন্যার রেশ কাটতে না কাটতেই অনেক স্থানে আবার বৃষ্টি ও গরম দুটোই শুরু হয়েছে। শরৎকালে এমনটা হওয়ার কথা না থাকলেও হচ্ছে। বৃষ্টির সঙ্গে দিনের বেলা ভ্যাপসা গরমে অধিকাংশ বাড়িতেই দেখা দিয়েছে জ্বর-সর্দি-কাশি। অনেকেই বিব্রতকর অবস্থায় রয়েছেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর