মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রপ্তানি ও রেমিট্যান্স বাড়াতে হবে

ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

রপ্তানি ও রেমিট্যান্স বাড়াতে হবে

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, দেশের ডলার সংকট কাটিয়ে উঠতে হলে বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের দুটি প্রধান উৎস। একটি হলো রপ্তানি আয় থেকে। কিন্তু সেই রপ্তানি আয়ে এখন ধীরগতি। আরেকটি উৎস হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এখন প্রবাসী আয়ও নেগেটিভ পর্যায়ে চলে গেছে। রেমিট্যান্স বাড়াতে হলে ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম আরও বাড়াতে হবে। কারণ হুন্ডি ব্যবসায়ীরা ডলারের দাম ব্যাংকের চেয়ে বেশি দেয়, সহজে বাড়িতে টাকা পৌঁছে দেয়। তিনি বলেন, বৈদেশিক মুদ্রার তৃতীয় উৎস হচ্ছে, যদি আমরা বৈদেশিক সাহায্য বাড়াতে পারি। সেগুলো যদি ঋণ হিসেবে নিতে হয়, তাহলে ঋণের সুদের হার কেমন হবে এবং কত দিনে পরিশোধযোগ্য হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এটাও একটা বিদেশি মুদ্রার উৎস হতে পারে। মূলত আমাদের চেষ্টা করা উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানোর।

সর্বশেষ খবর