মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কার্যকর হলো এক দাম

নিজস্ব প্রতিবেদক

ভিন্ন ভিন্ন ডলারের দর থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। মার্কিন ডলার কেনাবেচার ক্ষেত্রে এক দরব্যবস্থা কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে নতুন দরব্যবস্থা কার্যকর করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ব্যবস্থায় লেনদেন করেছে ব্যাংকগুলো। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন থেকে প্রবাসী আয়ের ডলার ও রপ্তানি আয়ের ডলার কেনায় একটিই দাম হবে। অন্যদিকে ডলার বিক্রির ক্ষেত্রে দাম হবে আরেকটি। তবে সবাই এক দামেই ডলার বিক্রি করবে। এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে যে দামে ডলার বিক্রি করবে, বাংলাদেশ ব্যাংকও সেই দামে রিজার্ভ থেকে ডলার বিক্রি করবে। নতুন দরব্যবস্থা কার্যকরে দিনে ডলারের আনুষ্ঠানিক দাম বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পণ্য বা সেবার রপ্তানি আয়ের ডলার ও প্রবাসী আয়ের ডলার কেনার দাম হবে ১০৯ টাকা ৫০ পয়সা। আগে ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে প্রতি ডলারের জন্য প্রবাসীদের ১০৯ টাকা এবং রপ্তানিকারকদের ১০৮ টাকা ৫০ পয়সা দিত। ব্যাংকগুলো এখন আমদানিকারকদের কাছে ১১০ টাকায় ডলার বিক্রি করবে। আগে আমদানি দায় মেটাতে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সায় বিক্রি করত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর