মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেনাপোল বন্দরে শ্রমিকদের সংঘর্ষ পণ্য ওঠানামা বন্ধ

বেনাপোল প্রতিনিধি

সংগঠনের হিসাব চাওয়াকে কেন্দ্র করে যশোরের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১০ টার সময় হঠাৎ করেই এই সংঘর্ষ শুরু হয়। একদল বিক্ষুব্ধ শ্রমিক সংগঠনের সভাপতি রাজু আহমেদসহ অন্তত ৬-৭ জনকে কুপিয়ে-পিটিয়ে জখম করেছে। গুরুতর আহত শ্রমিকরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দুপুর ১টা পর্যন্ত বন্দরের সব পণ্য ওঠানামা বন্ধ থাকে। স্থানীয় শ্রমিকরা জানান, কয়েকজন সাবেক শ্রমিক সকালে ইউনিয়ন অফিসে এসে পূর্বের হিসাব-নিকাশ চান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষে উত্তেজনা সৃষ্টি হলে এমন ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (অপরাধ) জানান, বন্দরে যেসব শ্রমিকরা কাজ করে, তাদের নিজেদের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আর এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর