মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অস্ত্র ঠেকিয়ে পৌনে ২ কোটি টাকা ছিনতাই

অভিযোগ প্রজন্ম লীগ নেতার বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর পৌনে ২ কোটি টাকা ছিনিয়ে নিলেন দাউদকান্দি উপজেলা প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানা। স্থানীয় মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। সোহেল রানা দলবল নিয়ে ১ কোটি ৭০ লাখ টাকা ছিনতাই করেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী সাইফুল ইসলাম।

এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়েছে। গতকাল বিকালে দাউদকান্দি থানা পুলিশ দাউদকান্দির সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম রবিবার গভীর রাতে এ টাকা নিয়ে গাড়িযোগে দাউদকান্দি হয়ে যাচ্ছিলেন। মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্পে এলে অস্ত্র ঠেকিয়ে সোহেল রানা টাকা ছিনিয়ে নেন। দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক বলেন, ছিনতাই হওয়া টাকার মধ্যে আমরা ১ কোটি ৮ লাখ টাকা সোহেল রানার বাসা থেকে উদ্ধার করেছি। আশা করি ঘটনার সঙ্গে জড়িত সোহেলসহ অন্য আসামিদের গ্রেফতার করতে সক্ষম হব।

 

সর্বশেষ খবর