মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুকুরের বেষ্টনী থেকে বাঁচতে চলন্ত রিকশায় বানরের লাফ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কুকুরের বেষ্টনী থেকে বাঁচতে চলন্ত রিকশায় বানরের লাফ

রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার রিকশাচালক বাদশাহ। গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে খালি রিকশা নিয়ে যাচ্ছিলেন শাহ মখদুম থানার দিকে। হঠাৎই দেখতে পান কুকুরের জটলা। তার মাঝে আটকা পড়েছে একটি বানর। তিনি কিছু বুঝে ওঠার আগেই বানরটি লাফ দিয়ে উঠে পড়ে তার চলন্ত রিকশায়। বাদশাহ বলেন, সেখানে একদল কুকুরকে দেখেছিলেন। তার মাঝখানে যে একটা বানর আটকা পড়েছিল, তা প্রথমে তিনি বুঝতে পারেননি। হঠাৎ দেখেন কুকুরের বেষ্টনীর ভিতর থেকে বানরটি তার রিকশায় লাফ দিয়ে উঠে যায়। তিনি ভেবেছিলেন বানরটিকে চিড়িয়াখানায় নিয়ে ছেড়ে দেবেন। কিন্তু নগরীর কাজীহাটা এলাকায় বেতার কার্যালয়ের কাছে ফাঁকা জায়গা দেখে বানরটি রিকশা থেকে নেমে যায়। তিনি বলেন, বানরটির বিপদ বুঝতে পেরে আর কোনো যাত্রী না তুলে তাকে নিয়ে আসতে থাকেন রাজশাহী চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানার কাছাকাছি এসে বানরটি রিকশা থেকে লাফ দেয়। বাদশা অনেকক্ষণ বানরটিকে অনুসরণ করেন। বানরটি হাঁটতে হাঁটতে চিড়িয়াখানার ঠিক পাশের প্রতিষ্ঠান ক্রিস্টিয়ান মিশনারির ভিতরে ঢুকে গেল। বানরটি এক পায়ে আঘাত পেয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল।

সর্বশেষ খবর