রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে ঢাকার বাইরে মৃত্যু বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে ঢাকার বাইরে মৃত্যু বাড়ছে

চলতি বছরে ডেঙ্গুজ্বরে মৃত্যু আশঙ্কাজনকহারে বেড়েছে। ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে অন্যান্য বিভাগে বাড়ছে মৃত্যু। গতকাল এক দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪৮ জন। এ সময়ে মারা গেছেন ১০ জন। এর মধ্যে পাঁচজন ঢাকার হাসপাতালে, পাঁচজন ঢাকার বাইরে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ৫১ জন, ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৭ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে সারা দেশের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ হাজার ১৯৮ জন। এ বছর আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৩৩৫ জন, মারা গেছেন ৭১৬ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন ১ লাখ ৩৪ হাজার ৪২১ জন। এ পর্যন্ত ঢাকায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৬৫ জন, ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ২৭০ জন। ডেঙ্গু জ্বরে নারী মারা গেছেন ৪১৮ জন, পুরুষ মারা গেছেন ২৯৮ জন।

ঢাকার হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১২৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকাসহ সারা দেশ থেকে এ হাসপাতালে সবচেয়ে সংকটাপন্ন রোগী ভর্তি এবং রেফার করে পাঠানো হয়। এরপরে মুগদা জেনারেল হাসপাতালে মারা গেছেন ১১২ জন। ঢাকার সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৭৫ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৩৮ জন। জুলাই থেকে ডেঙ্গু আক্রান্ত বাড়তে শুরু করেছে। আগস্টে আশঙ্কাজনকহারে বাড়তে থাকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুধু আগস্টেই আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৯৭৬ জন, মারা গেছেন ৩৪২ জন। সেপ্টেম্বরেও অব্যাহত আছে ডেঙ্গুর তাণ্ডব। এই ৯ দিনে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫২৭ জন, মারা গেছেন ১২৩ জন। ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, বরিশাল বিভাগে এক দিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ বিভাগে ডেঙ্গু রোগী আবারও বেড়েছে। গত শুক্রবার বরিশাল বিভাগে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ১৫০ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের ডেঙ্গু পরিসংখ্যানে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় চার ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫৫ ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

দিনাজপুর প্রতিনিধি জানান, এ জেলায় ডেঙ্গুতে রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে তার মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. সারোয়ার আলম জানান, রুবেল স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছিলেন। ২৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার আইসিইউ ইউনিটে তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে গত ১৩ আগস্ট এক ব্যক্তি এবং ১১ আগস্ট এক কিশোর মারা গেছে। এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৪৬ রোগী ভর্তি হয়েছিল।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এর মধ্যে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন আর ফকিরহাট উপজেলায় ভর্তি হয়েছেন তিনজন। গতকাল ডেঙ্গু আক্রান্ত শাহবুল সরদার (৪৫) নামে এক রোগী ফকিরহাট উপজেলার হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। এ নিয়ে ফকিরহাট উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর