শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

পুলিশ ক্যাম্প ঘেরাও করে হামলা গোলাগুলি

নোয়াখালী প্রতিনিধি

বাজার দখল করতে এসে নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুলিশ ক্যাম্প ঘেরাও করে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে হাতিয়ার হরণী ইউনিয়নের টাংকির বাজারে এ ঘটনা ঘটে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটকরা হলেন- স্বপন, নাছির, মাহফুজুর রহমান, আবদুল করিম, মো. জাবেদ ও জহির। স্থানীয়রা জানান, সীমানা বিরোধের জেরে নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে গতকাল ভোরে লক্ষ্মীপুরের রামগতির আবদুর রব বাহিনীর প্রধান আবদুর রবের নেতৃত্বে শতাধিক দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র, দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হরণী ইউনিয়নের টাংকির বাজারে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চারদিক থেকে টাংকির বাজার পুলিশ ক্যাম্প ঘেরাও করে রাখে। এরপর তাদের একটি গ্রুপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। তারা এ সময় এলোপাতাড়ি গুলি ছোড়েন ও ককটেল বিস্ফোরণ ঘটান। পরে চেয়ারম্যান ঘাট, মোর্শেদ বাজার ও মাইনুদ্দিন বাজার থেকে পুলিশ গিয়ে ঘেরাও হয়ে থাকা টাংকির বাজার পুলিশ ক্যাম্প রক্ষা করে। পুলিশের ফাঁকা গুলি ও ধাওয়ার মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। হরণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বলেন, ‘রামগতির আবদুর রব ও তার লোকেরা টাংকি বাজারে হামলা করে। তারা প্রথম পুলিশ ক্যাম্পে হামলা করেন, গুলি চালান এবং বাজারে দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেন। এরপর পুলিশ এসে পাল্টা গুলি চালায়।’ টাংকি ঘাটের মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রব বলেন, ‘সীমানা বিরোধের জেরে কয়েকশ মাছ ব্যবসায়ী ও জেলেকে ঘাট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ঘাটে যাওয়ায় পুলিশ ও মোহাম্মদ আলীর লোকজন সেখানে গুলি চালায়।’ হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমান উল্ল্যাহ জানান, ভোর রাতের দিকে হাতিয়ার টাংকির বাজার দখল করতে আসে রামগতির আবদুর রব ও তার বাহিনী। তারা এ সময় স্থানীয় পুলিশ ক্যাম্প ঘেরাও করে রাখে। বাজারে কিছু দোকানের ক্ষয়ক্ষতি এবং স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ খবর