বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

মেট্রোরেলে ভ্রমণ করে খুশি ৬০ সুবিধাবঞ্চিত শিশু

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ৬০ সুবিধাবঞ্চিত শিশু মেট্রোরেলে ভ্রমণ করেছে। গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির উদ্যোগে আগারগাঁও স্টেশন থেকে দিয়াবাড়ী পর্যন্ত তাদের ভ্রমণ করানো হয়। উত্তরার দিয়াবাড়ীতে ঢাকা মেট্রোরেলের প্রদর্শনী ও তথ্য কেন্দ্রে ‘শেখ রাসেল  দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ শীর্ষক শেখ রাসেল দিবসের কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটার সময় জেবা নামে এক শিশু বলে, ‘আজকে আমাদের আরেক ছোট্ট ভাই শেখ রাসেলের জন্মদিন, তাই আজকে আমরা অনেক খুশি মেট্রোরেলে উঠতে পেরে।’ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেট্রোরেল ভ্রমণের কারণ জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক বলেন, ‘শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে মেট্রোরেলে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। মেট্রোরেলে ভ্রমণ করে তাদের দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। তারা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় মেট্রোরেল সম্পর্কে জেনেছে। কিন্তু বাস্তবে তাদের মেট্রোরেলে চড়ার সুযোগ হয়নি। আজ (বুধবার) মেট্রোরেলে চড়তে পারায় তাদের মনে ব্যাপক আনন্দ ও খুশি দেখা যাচ্ছে।’

সর্বশেষ খবর