শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

পাবনা প্রতিনিধি

ইউরেনিয়ামের পঞ্চম চালান প্রবেশ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। গতকাল সকাল ৯টা ৩০ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মধ্যে প্রবেশ করে ইউরেনিয়াম বহনকারী গাড়ি। পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীস কুমার স্যানাল জানান, ইউরেনিয়াম আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল। এ ছাড়া ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে প্রকল্প এলাকা রূপপুর পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্পের মধ্যে প্রবেশ করার পর যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার রাশিয়া থেকে পঞ্চম চালানের ইউরেনিয়াম বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্র্থ চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আমদানিকৃত এ পারমাণবিক জ্বালানি সড়ক পথে আনা হয় রূপপুরে। এরপর পর্যায়ক্রমে আরও দুটি চালান দেশে আসবে। এ সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে এক বছর নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

সর্বশেষ খবর