শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গ্রেফতার পশ্চিমবঙ্গের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে রেশন বণ্টন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যটির সাবেক খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে কলকাতার সল্টলেক বিসি-২৪৪ ও বিসি-২৪৫ নম্বর বাড়িতে দীর্ঘ তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদের প্রায় একুশ ঘণ্টা পর গতকাল ভোর নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার দেখিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)- এর কর্মকর্তারা। এই সাবেক মন্ত্রীর পাশাপাশি তার ব্যক্তিগত সচিব অমিত দে’র বাড়িতেও তল্লাশি চালানো হয়। ইডির দফতরে প্রবেশের সময় জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘গভীর ষড়যন্ত্রের শিকার আমি। এদিকে জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি অভিযানের সময় রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালীঘাটের বাড়ি থেকে সংবাদ সম্মেলন করে বলেন, ‘বালু ডায়াবেটিসের রোগী। তিনি যদি মারা যান, তবে বিজেপি ও ইডির বিরুদ্ধে মামলা দায়ের করব।’

সর্বশেষ খবর