মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

বাইডেনের ভুয়া উপদেষ্টা কারাগারে

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত সেই উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর সুজানুর ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত রবিবার রাতে রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে বাদী হয়ে মামলাটি করেন মহিউদ্দিন শিকদার নামে গোপালগঞ্জের একজন বাসিন্দা। মামলায় আরেফী ছাড়াও বিএনপি নেতা ইশরাক হোসেন এবং অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার (২৮ অক্টোবর) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে এক নম্বর আসামি মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরাফী নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে অন্তত ২০ জন নেতা-কর্মীসহ বেশ কিছু সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হন। তিনি বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। পরদিন রবিবার বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবির হাতে তুলে দেয় ইমিগ্রেশন পুলিশ।

সর্বশেষ খবর