বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

পুলিশকে ফাঁকি দিতে লাশের চাদরে ঢেকে অ্যাম্বুলেন্সে মাদক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অ্যাম্বুলেন্সের ভিতর লাশের মতো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা মাদক উদ্ধার করেছে পুলিশ। মাদকদ্রব্যের মধ্যে ছিল ২৫০ বোতল ফেনসিডিল ও ১৮ কেজি গাঁজা; যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। তবে মাদক উদ্ধার হলেও অ্যাম্বুলেন্স চালক গাড়ি রেখে দ্রুত সটকে পড়েন। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি আরআর অ্যাম্বুলেন্স সার্ভিসের; যার নম্বর ঢাকা মেট্রো-চ ১১৩৫৪৫। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলা সদরের ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি নাগেশ্বরী থেকে ফুলবাড়ী ব্র্যাক মোড় হয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ফুলবাড়ী থানা পুলিশের টহল দলের গাড়ির হর্ন বেজে উঠলে মাদক পরিবহনকারী অ্যাম্বুলেন্সটি ফুলবাড়ী বাজারের দিকে মোড় নেয় এবং অ্যাম্বুলেন্স রেখে চালক সটকে পড়েন। পরে পুলিশ অ্যাম্বুলেন্সটি তল্লাশি করলে লাশের মতো সাদা চাদর দিয়ে ঢেকে থাকা মাদকগুলো উদ্ধার করে। ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, এ ব্যাপারে অজ্ঞাত পলাতক চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দ্রুত আসামিকে শনাক্ত করে বিচারের আওতায় হানা হবে।

সর্বশেষ খবর