বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারে ২ লাখ পিস ইয়াবা ও ২ কেজি আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে চালিয়ে ২ লাখ পিস ইয়াবা এবং ২ কেজি ১২৯ গ্রাম  ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি টেকনাফে বরফকল এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে নাফ নদ পার হয়ে বাংলাদেশে আসতে পারে। এর পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক দল রাতে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের হাতে থাকা পোটলা ফেলে অন্ধকারের সুযোগে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল পোটলাটি উদ্ধার করে তার ভিতর থেকে ২ কেজি ১২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়।

লে. কর্নেল মহিউদ্দিন আরও জানান, এর আগে বিকালে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের নাজিরপাড়া আলী আকবরের ঘের নামক এলাকায় বিজিবির টহল দল বেড়িবাঁধ-সংলগ্ন ঘন কেওড়া বাগানে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে ২ লাখ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

সর্বশেষ খবর