বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ ১৩ নভেম্বর বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পর্যালোচনা করবে। জেনেভায় চতুর্থবারের মতো এ বৈঠকে বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা হবে।

সূত্র জানান, এবারের বৈঠকে বাংলাদেশের গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু, বিরোধী রাজনৈতিক কর্মী ও বিক্ষোভকারীদের নির্বিচারে গ্রেফতারের বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া জাতিসংঘের সনদ অনুসারে শ্রম অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং মানব পাচারের বিষয়গুলোও স্থান পাবে। বৈঠকে যোগ দিতে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেনেভায় ইউপিআর রিভিউ ওয়ার্কিং গ্রুপের বৈঠক ৬ নভেম্বর শুরু হয়েছে, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবেন আইন মন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এবারের ইউপিআর ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ১৪ দেশের মানবাধিকার পর্যালোচনা করা হবে। এর আগে বাংলাদেশের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ইউপিআর পর্যালোচনা হয়েছিল যথাক্রমে ২০০৯, ২০১৩ ও ২০১৮ সালে। মানবাধিকার কাউন্সিলের ৪৭টি দেশ ইউপিআর ওয়ার্কিং গ্রুপের সদস্য। তবে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রত্যেকেই এ পর্যালোচনায় অংশ নিতে পারে।

সর্বশেষ খবর