বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাবিবকে হাই কোর্টে হাজিরের নির্দেশ প্রিন্স কারাগারে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে ধরে হাই কোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এ ছাড়া গতকাল নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালতের তলবে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে ধরে হাই কোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ ডিসেম্বর তাকে হাজির করতে পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। এর আগে পুলিশ থেকে জানানো হয়, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে তার পাবনার ও ঢাকার বাসায় খুঁজে পাওয়া যায়নি। এক মামলায় সাজা হওয়ার পর থেকেই তিনি পলাতক আছেন। পাবনা জেলা পুলিশ ও  ডিএমপির শ্যামলী থানার পুলিশ হাই কোর্টকে এ তথ্য জানায়। উল্লেখ্য, গত ৬ নভেম্বর বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে বিএনপির হাবিবুর রহমান হাবিবকে তলব করেছিলেন হাই কোর্ট। ৬ নভেম্বর হাজির হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। এ কারণে ৮ নভেম্বরের মধ্যে তার বর্তমান অবস্থান জানতে চেয়েছিলেন হাই কোর্ট। এদিকে রাজধানীর পল্টন মডেল থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বর প্রিন্সকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দিবা ছন্দার আদালত এ আদেশ দেন।

আদালতের পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর বিএনপি ঘোষিত মহাসমাবেশের কার্যক্রম হঠাৎ ভেঙে গেলে শান্তিনগর এবং ফকিরাপুল মোড় হয়ে হাজার হাজার লোক ওই স্থান অতিক্রম করার সময় বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দিয়ে যেতে থাকেন। তখন এজাহারনামীয় আসামিরা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা পলাতক ৪০০-৫০০ নেতা-কর্মী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আবদুস সালামদের উসকানিতে ও প্রত্যক্ষ নির্দেশনায় পল্টন মডেল থানার পুলিশ টেলিকমের পাশে পুলিশ ক্যান্টিনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং তান্ডবলীলা চালায়।

সর্বশেষ খবর